খতিয়ান/ই-পর্চা সংক্রান্ত সাধারন তথ্য ও জিজ্ঞাসা বিষয়

উত্তর : ডিএলএমএস (ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যার এর মাধ্যমে জমির খতিয়ান বা পর্চা ও মৌজা ম্যাপ এর সার্টিফাইড কপির আবেদন করা যায় এবং তথ্য অনুসন্ধান করা যায়।

উত্তর : আবেদনের রসিদ নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে যোগাযোগ করতে হবে।

উত্তর : অনলাইন কপি এখন পুনরায় চালু হয়েছে।

উত্তর : একজন ব্যাক্তি তার ব্যাক্তিগত এনআইডি ব্যবহার করে দৈনিক সর্বোচ্চ ৫ টি আবেদন করতে পারবে।

উত্তর : নাগরিক কর্নার থেকে আবেদন আইডি দিয়ে ট্র্যাকিং করা যাবে অথবা আবেদনের সর্বশেষ অবস্থা থেকেও আবেদনের আইডি দিয়ে ট্র্যাকিং করা যাবে।

উত্তর : ক্রমাগত অনলাইনে খতিয়ান যুক্ত হচ্ছে। খুব দ্রুতই সকল খতিয়ান অনলাইনে যুক্ত হবে। এছাড়া খতিয়ান অনলাইনে না থাকলেও সার্টিফাইড কপির জন্য আবেদন করা যাবে।

উত্তর : এখনো ডিএলএমএস (ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম) এর মৌজাসমূহ আপডেট হচ্ছে। অতিদ্রুতই সকল মৌজা অনলাইনে যুক্ত হবে।

উত্তর : আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে একটি এসএমএস এর মাধ্যমে ইউজার ও পাসওয়ার্ড দেয়া হয়। সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে “নাগরিক লগইন” থেকে নাগরিক তার রিসিট পুনরুদ্ধার করতে পারবে।

উত্তর : এক্ষেত্রে ডিএলএমএস (ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম) এর Support টিকেট অপশন থেকে টিকেটের মাধ্যমে জানাতে হবে? সেক্ষেত্রে আবেদনের সময় দেয়া মোবাইল নম্বর, আবেদনকারীর নাম এবং কোন জেলায় আবেদন করেছেন সেকল তথ্য বিস্তারিত লিখে টিকেট কাটতে হবে।

উত্তর : এন আইডির সার্ভার ডাউন থাকলে এরকম সমস্যা হতে পারে